দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (০৫ জুলাই) ভোররাতে উপজেলার নগরভিটা সীমান্তের বিওপি আওতাধীন মেইন পিলার ৩৭৬/৫ এস নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির নগরভিটা সীমান্তে গরু চোরাকারবারি করতে গেলে রাজু গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে বিএসএফের কাছেই রয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, আমরাও ঘটনাটি শুনেছি। পতাকা বৈঠকের জন্য তাদেরকে আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের পর বিষয়টি বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।