দেশ-বিদেশ নিউজ ডেস্ক : কানাডার বিপক্ষে টস জিতে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে পাকিস্তান। টানা দুই ম্যাচ হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। নিউইয়র্কে গুরুত্বপূর্ণ ম্যাচে কানাডার বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাবর আজমের দল।
নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জিতে স্বস্তিতে আছে কানাডা। আইরিশদের হারানোর পর আজ পাকিস্তানের চ্যালেঞ্জ নিতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে কানাডা। এদিকে ভারতের বিপক্ষে ৬ রানের হারে একাদশে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে পাকিস্তান। ‘চাচা’খ্যাত ইফতিখার আহমেদের বদলে একাদশে সুযোগ পেয়েছেন ওপেনার সায়েম আইয়ুব।
ভারতের বিপক্ষে হারের পর আজকের ম্যাচ পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। টানা দুই ম্যাচ হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। নিউইয়র্কে গুরুত্বপূর্ণ ম্যাচে কানাডার বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাবর আজমের দল।
নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জিতে স্বস্তিতে আছে কানাডা। আইরিশদের হারানোর পর আজ পাকিস্তানের চ্যালেঞ্জ নিতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে কানাডা। এদিকে ভারতের বিপক্ষে ৬ রানের হারে একাদশে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে পাকিস্তান। ‘চাচা’খ্যাত ইফতিখার আহমেদের বদলে একাদশে সুযোগ পেয়েছেন ওপেনার সায়েম আইয়ুব।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, এবং হারিস রউফ।
কানাডা একাদশ: অ্যারন জনসন, নাভনিত ধালিওয়াল,নিকোলাস কার্টন, পারগাত সিং, রাভিন্দারপাল সিং,শ্রেয়াস মোভভা, সাদ বিন জাফর (অধিনায়ক), ডিলন হেইলিগার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কালিম সানা।