1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রিয়াদ ভাই পুরো বাংলাদেশ দলকে চাঙ্গা করে রাখে : শরিফুল - DeshBideshNews
November 24, 2024, 5:38 pm
 

রিয়াদ ভাই পুরো বাংলাদেশ দলকে চাঙ্গা করে রাখে : শরিফুল

  • Update Time : Tuesday, June 4, 2024
  • 92 Time View
রিয়াদ ভাই পুরো বাংলাদেশ দলকে চাঙ্গা করে রাখে : শরিফুল

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্যারিয়ার বিবেচনায়ও সবার থেকে অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটার। অন্যদিকে দলের জুনিয়র সদস্যদের একজন শরিফুল ইসলাম। সিনিয়র দলের হয়ে প্রথমবার বিশ্বকাপে খেলছেন এই বাঁহাতি পেসার। মাহমুদউল্লাহর সঙ্গে শরিফুলের বয়সের পার্থক্য এক যুগেরও বেশি সময়ের। তবে জাতীয় দলে সতীর্থ হিসেবে দুজনের রসায়নটা দারুণ।

মঙ্গলবার (৪ জুন) বিসিবি প্রকাশিত এক ভিডিওবার্তায় শরিফুল কথা বলেছেন বিশ্বকাপ খেলার অনুভূতি, দলের বাকিদের সাথে নিজের সম্পর্ক নিয়ে। সেখানেই জানিয়েছেন, মাহমুদউল্লাহর সঙ্গে বয়সের পার্থক্য থাকলেও সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ।

মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলে সিনিয়র জুনিয়র খুব কমই দেখি। সবাই মনে করি আমরা একটা পরিবার আর ফ্রেন্ডের মত আচরণ। রিয়াদ ভাই আমাদের সাথে ভালো মিশে। ওনি আমাদের সাথে এমনভাবে মিশে মনেই হয়না ওনার সাথে আমাদের বয়সের এত পার্থক্য। পুরো টিমকে একদম চাঙ্গা করে রাখে।’

‘ডিপিএল, ন্যাশনাল টিমে তাসকিন ভাইয়ের সাথে খেলছি। মুস্তাফিজ ভাইয়ের সাথেও খেলা হয়। যখন অনেক ছোট ছিলাম ভাবতাম কবে ওনাদের সাথে খেলব। এখন তাদের সাথে খেলতেছি, এর থেকে বড় পাওয়া হয় না।’-আরো যোগ করেন তিনি।

বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে শরিফুল বলেন, ‘প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে লাস্ট বিশ্বকাপ থেকে ভালো করা। সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা আছে আমার দলেরও ইচ্ছা আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ জেতার চেষ্টা করব।’

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ