দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের ওপরে যুক্তরাষ্ট্রের স্যাংশন ‘সরকারই কারণেই’ বলে মন্তব্য করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২২ মে) বিকেলে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কতবড় লজ্জার কথা, সাবেক সেনা প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে। এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক, শেইম।এরজন্য দায়ী কে? এর জন্য দায়ী এই সরকার। এই শাসকগোষ্ঠী সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার জন্য এই ঘটনাটা ঘটেছে। এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আর কোনো বিকল্প নাই, এটাই একমাত্র পথ। তিনি আরো বলেন, ‘আজকে অনেকবার বলা হয়েছে, মিডিয়াগুলো থেকে বিশেষ করে বাইরের মিডিয়া থেকে এই আজিজের কথা বলা হয়েছে।
কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করেনি। এভাবে দেশকে একটা জাতিকে তার মর্যাদা থেকে ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া, এটার অধিকার কারো নেই। সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্থল, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে সরকারের কারণে হেয় প্রতিপন্ন করা হয় সেটা কখনোই এ দেশের মানুষ মেনে নেবে না।
র্যাবের ওপর অতীতে নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেখলাম র্যাবের যেসব কর্মকর্তার ওপরে নিষেধাজ্ঞা এলো তা থেকে সরকার কোনো শিক্ষা নিল না। এই ধরনের সরকারগুলো রাষ্ট্রকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে, যারা তাদের ক্ষমতাটাকে চূড়ান্ত করার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে ব্যবহার করে। এটা বাংলাদেশের জন্য একটা চরম দুর্ভাগ্য, আনফুরচুনেট শুধু নয়, এটা লজ্জার কথা শেইম।’
অভিযোগ করে তিনি বলেন, ‘এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের যে গণতন্ত্রের সূচকে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে, দুর্ণীতির ব্যাপারে যে অবস্থানে পৌঁছেছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক, এতে দেশের মাথা নিচু হয়ে আসে।
সংবাদ সম্মেলনে বিএনপির আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরাফত আলী সপুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।