সিলেট প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবুল মাল আবদুল মুহিতের দুটি জানাজা হবে ঢাকায়। পরে বেলা ১২টায় তার লাশ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। ১ মে তার লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে সিলেটে।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (৮৮) শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বার্ধক্যের নানা জটিলতায় বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। মাঝে তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তিও করা হয়। তিনি লিভার ক্যানসারে ভুগছিলেন।