1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
তাপপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর - DeshBideshNews
November 30, 2024, 4:45 am
 

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

  • Update Time : Tuesday, April 30, 2024
  • 60 Time View
তাপপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর
তাপপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চলতি মাসের তাপপ্রবাহ ও তাপমাত্রা দেশের প্রাণীকুলকে অতিষ্ঠ করে ছাড়ল। তীব্র থেকে অতি তীব্র গরমে হাঁসফাঁস করে কাটছে সময়। তবে মাসের শেষ দিনে খানিকটা স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকে দেশের চলমান তাপপ্রবাহ ও তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে। সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা সমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

আগামীকাল বুধবার তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে বিরাজমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। তবে দেশের পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ দিনেও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন বৃহস্পতিবার সারা দেশ থেকে বিরাজমান তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে এবং দেশের পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা থেকেও প্রশমিত হতে পারে।

এ দিন দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সেই সঙ্গে দেশের পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার তথ্য জানানো হয়েছে।

এ দিকে দেশের ৪৪টি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের রেকর্ড হয়নি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ২২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ