1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পার্বত্য উপজেলা ভোটে অধিক সতর্কতা গ্রহণ করা হবে: ইসি সচিব - DeshBideshNews
November 30, 2024, 4:51 am
 

পার্বত্য উপজেলা ভোটে অধিক সতর্কতা গ্রহণ করা হবে: ইসি সচিব

  • Update Time : Thursday, April 25, 2024
  • 71 Time View
পার্বত্য উপজেলা ভোটে অধিক সতর্কতা গ্রহণ করা হবে: ইসি সচিব
পার্বত্য উপজেলা ভোটে অধিক সতর্কতা গ্রহণ করা হবে: ইসি সচিব

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য অঞ্চলের উপজেলাগুলোর ভোটে অধিক সতর্কতা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, ‘পার্বত্য উপজেলাগুলোর ভোটে আমরা অধিক সতর্কতা গ্রহণ করব। কোনো উপজেলায় যদি অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রয়োজন হয় তা দেয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে সব বিভাগীয় কমিশনার, রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘উপজেলা ভোটে ইউনিয়ন পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেক উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এরপর জেলার কোর কমিটি মিটিং করে জানালে আমরা অতিরিক্ত জনবল মোতায়েন করব।

ইসি সচিব বলেন, ‘পার্বত্য জেলাগুলোতে নির্বাচনি দায়িত্ব পালনের ভাতা তিন দিনের জায়গায় পাঁচ দিন দেওয়ার জন্য মাঠ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। বিশেষ করে যেসব উপজেলায় এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে সময় লাগে, হেলি সাপোর্টের প্রয়োজন হয়।’ ইসি বিষয়টি বিবেবচায় রাখবে বলে তাদের জানানো হয়েছে। এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা বলেছেন, যেহেতু ভোটের দিন সকালবেলা ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোট কেন্দ্রে আসবে সেখানে অতিরিক্ত বাজেট লাগতে পারে। কমিশন সেই বিষয়টা বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ