আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ১১৯ বছর বয়সী নারী কেন তানাকা মারা গেছেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ছিলেন কেন তানাকা। তানাকার মৃত্যুর খবরটি জানিয়েছে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়।
জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে- তানাকা ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মারা গেছেন গত ১৯ এপ্রিল ২০২২। এদিকে তানাকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।
জানা গেছে- ২০১৬ সালে তানাক বিশ্বের বয়স্ক ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েন এবং সে বছর এটি নথিভুক্ত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড আরও জানিয়েছে- কেন তানাকা বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বছর বেঁচে থাকার রেকর্ড গড়েছিলেন।
কেন তানাকা তার জীবনে দুইবার ক্যান্সারে আক্রান্ত হয়েও বেঁচে গিয়েছিলেন। তাছাড়া তার জীবনে তিনি দেখেছেন দুটি বিশ্বযুদ্ধ। দেখেছেন স্প্যানিশ ফ্লু ও কোভিড-১৯ মহামারি।