বিশেষ প্রতিনিধি : রংপুরে আলু’র দাম কম হওয়ায় রাস্তায় আলু ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন আলুচাষীরা। তাদের সঙ্গে প্রতিবাদে যোগ দিয়েছেন রংপুর বিভাগীয় আলু ব্যবসায়ী সমিতি। আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুরে রংপুর মহানগরীর সাতমাথা এলাকায় মহাসড়কে এই অভিনব প্রতিবাদ জানান আলু ব্যবসায়ীরা।
প্রতিবাদে পীরগাছা উপজেলার নব্দিগঞ্জ এলাকার আলুচাষীরা ক্ষোভ প্রকাশ করে জানান- এখন বাজারে পাইকারিভাবে আলুর কেজি আট থেকে সাড়ে আটটা টাকা। খুচরা বাজারে ১৩ থেকে ১৪ টাকা। অথচ উৎপাদন খরচ হয়েছে গড়ে ১৫ টাকা। এখন পানির দরে আলু বেঁচে দিতে হচ্ছে। আলু রপ্তানি না করলে চাষীদের লোকসান হবে। কৃষকরা মাঠে মারা যাবে।
রংপুর বিভাগীয় আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান জানান- রংপুর জেলায় ৮০ লাখের বেশি আলুর বস্তা বিভিন্ন কোল্ডস্টোরে পড়ে আছে। এছাড়া মানুষের বাড়ি বাড়ি আলু আছে, মাচাং পদ্ধতিতে আলু রাখছে অনেক কৃষক। সরকারের কাছে আমাদের দাবি- সরকার যেন বেশি করে আলু রপ্তানি করে। তা নাহলে আমাদের লোকসান হবে।