1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
আফগানিস্তানে ভারি তুষারপাতে ১৫ জনের মৃত্যু - DeshBideshNews
November 25, 2024, 7:57 am
 

আফগানিস্তানে ভারি তুষারপাতে ১৫ জনের মৃত্যু

  • Update Time : Saturday, March 2, 2024
  • 126 Time View
আফগানিস্তানে ভারি তুষারপাতে ১৫ জনের মৃত্যু

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : গত তিন দিনে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারি তুষারপাতে ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে আফগানিস্তানের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল টোলো নিউজ জানিয়েছে। তারা আরো জানিয়েছে, বালখ এবং ফারিয়াব প্রদেশে সাম্প্রতিক তুষারপাতের কারণে প্রায় ১০ হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে।

সার-ই-পুল এলাকার বাসিন্দা আব্দুল কাদিন জানান, আফগানদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এখনো অব্যাহত রয়েছে তুষারপাত, অনেক রাস্তা আটকে আছে, চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

আমানুল্লাহ নামের আরেক বাসিন্দা বলেন, এ পরিস্থিতিতে খুব দ্রুত সরকারি সাহায্য প্রয়োজন। আফগানিস্তান বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। বিশেষ করে গবাদি পশুর মালিকদের ক্ষতি মোকাবেলা করার জন্য। কর্তৃপক্ষ বলখ, জাওজান, বাদঘিস, ফারিয়াব এবং হেরাত প্রদেশে পশুসম্পদ মালিকদের সহায়তার জন্য পঞ্চাশ মিলিয়ন আফগান মুদ্রা বরাদ্দ করেছে।

কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তালেবান নিযুক্ত মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তাইন জানান, প্রদেশে গঠিত কমিটি দ্রুত কাজ করছে। কমিটিগুলো অবরুদ্ধ রাস্তাগুলো খোলার, ক্ষতিগ্রস্তদের খাদ্য ও পশুখাদ্য বিতরণ এবং ভারি তুষারপাতের পর আটকে পড়াদের উদ্ধার করতে সক্রিয়ভাবে কাজ করছে।

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র এরফানুল্লাহ শারাফজোই বলেছেন, শীতকালীন পরিষেবাকর্মীরা ইতিমধ্যে বাদঘিস, ঘোর, ফারাহ, কান্দাহার, হেলমান্দ, জাওজান এবং নুরিস্তানের মতো প্রদেশে সহায়তা প্রদান করেছে। তীব্র তুষারপাতের ফলে সালাং গিরিপসহ প্রধান পরিবহন রুট বন্ধ হয়ে গেছে এবং ঘোর, বাদঘিস, গজনি, হেরাত এবং বামিয়ানের মতো বিভিন্ন প্রদেশে প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে।

ফারিয়াবের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ইসমাতুল্লাহ মুরাদি জানিয়েছেন, প্রদেশে ভারি তুষারপাতের ফলে বেশির ভাগ জেলায় রাস্তা বন্ধ হয়ে গেছে, প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা আটকা পড়েছে। তুর্কমেনিস্তান সীমান্তের চাহার সাদা জেলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে টোলো নিউজ জানিয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ