দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ‘শেষ পর্যন্ত’ তার স্বার্থের জন্য লড়াই চালিয়ে যাবে। তবে এই যুদ্ধ পোল্যান্ড ও লাটভিয়ার মতো অন্যান্য দেশে সম্প্রসারিত করার কোনো আগ্রহ নেই। বৃহস্পতিবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
প্রায় দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম একজন আমেরিকান সাংবাদিককে প্রথম সাক্ষাৎকার দিলেন পুতিন। পুতিন জানিয়েছেন, পশ্চিমা নেতারা বুঝতে পেরেছেণ যে, রাশিয়াকে কৌশলগত পরাজয় ঘটানো অসম্ভব এবং তারা এখন ভাবছেন-এর পরে কী করবেন।
যুদ্ধ অবসানে সংলাপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই সংলাপের জন্য প্রস্তুত। ন্যাটো সদস্য পোল্যান্ডে তিনি রাশিয়ান সৈন্য পাঠাবেন এমন একটি দৃশ্যকল্প কল্পনা করতে পারেন কিনা জানতে চাইলে পুতিন বলেন, ‘শুধুমাত্র একটি ক্ষেত্রে, পোল্যান্ড যদি রাশিয়াকে আক্রমণ করে। কেন? কারণ পোল্যান্ড, লাটভিয়া বা অন্য কোথাও আমাদের কোনো আগ্রহ নেই। কেন আমরা তা করব? আমাদের কোনো স্বার্থ নেই।