কুমিল্লা প্রতিনিধি : আমেরিকায় অর্নামেন্ট ফ্রুটস নামে পরিচিত বিরল প্রজাতির কালো রঙের ( ব্ল্যাক বিউটি ) টম্যাটো এখন বাংলাদেশের কুমিল্লায় চাষ হচ্ছে। ব্ল্যাক বিউটি টম্যাটো পুষ্টিগুণে সমৃদ্ধ। তবে টম্যাটোর রঙ সবুজ বা লাল নয়, একদম কালো। পেকে গেলে এই টম্যাটোর রং আরো কালো হয়ে যায়। গায়ের রং কালো হলেও এর ভেতরটা একদম টকটকে লাল।
ঐ ব্যবসায়ীর নাম আহমেদ জামিল সেলিম, তিনি কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ী এলাকার বাসিন্দা।
আহমেদ জামিল সেলিমের সাথে আলাপকালে ‘দেশ বিদেশ ডট নিউজ’কে বলেন- আমার বাড়ির আঙিনায় নানা জাতের ফুল, ফল ও সবজির বাগান করেছি। আমার বাগানে এখন কালো টম্যাটোর ৬০টি গাছ আছে। গাছগুলোতে এখন ছোট ও মাঝারি আকারের টম্যাটো ঝুলছে। ছোট ভাইয়ের মাধ্যমে গত বছর আমেরিকার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্য থেকে কালো টম্যাটোর বীজ এনেছি।
তিনি বলেন- এ বছর তার আমার বাগানের এই ৬০টি গাছ থেকে অন্তত ৪০০ কেজি টম্যাটো পাবেন। দেশি টম্যাটোর মতোই চাষ করা যায়, খরচও খুব বেশি হয় না।
তিনি আরো বলেন- আমাদের দেশে যদি কালো টম্যাটো চাষ করা যায়, তাহলে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। তাই সরকারিভাবে কালো টম্যাটো চাষের উদ্যোগ নিলে আমি সব রকম সহযোগিতা করবো- ইনশাআল্লাহ্।