যুক্তরাজ্যের মিডল্যান্ডস বার্মিংহামে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের উদ্যোগে ১১ এপ্রিল সোমবার বিকেলে সান্ডওয়েল গ্রান্ড মাসজিদে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে মিডল্যান্ডস ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কমপ্লেক্সের শুভাকাক্ষী, লাইফ মেম্বার, ফাউন্ডার মেম্বার এবং কমিউনিটি’র ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে কমপ্লেক্সের সার্বিক দিক তুলে ধরেন এবং মাহে রামাদ্বানের তাৎপর্য বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান।
তিনি বলেন- সকলের উদার দান ও সহায়তায় ইতোমধ্যে বোর্ডিং মাদরাসা খুবই সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। বর্তমানে মানুষের কর্জে হাসানা পরিশোধ অত্যান্ত জরুরি এবং মাসজিদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে অনেক আর্থিক টাকার প্রয়োজন। ইসলামের এই বাগান ও আল্লাহ’র এই ঘর নির্মাণে মুক্ত হস্তে দান করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
কমপ্লেক্সের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমপ্লেক্সের ফাউন্ডার মেম্বার মাওলানা রুকনুদ্দীন আহমদ, কমপ্লেক্সের সেক্রেটারি মোঃ মিসবাউর রহমান, মাস্টার আব্দুল মুহিত, হাফিজ আলী হোসেন বাবুল, মাওলানা মাহবুব কামাল, মাওলানা গুলজার আহমদ, মোহাম্মদ এমদাদ হোসেন, হাজী হাসন আলী হেলাল, হাজী সাহাব উদ্দিন, মোহাম্মদ জাহেদুল ইসলাম, মাওলানা আব্দুল গাফ্ফার, মোহাম্মদ রফিকুল হক, মৌলভী মোহাম্মদ আব্দুল মুনিম, হাফিজ হোসাইন আহমদ আব্দুল হালিম- প্রমূখ।
মাহফিল শেষে মিলাদ শরীফ, বিশেষ মুনাজাতে মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
(বিঃ দ্রঃ ১৯ এপ্রিল মঙ্গলবার এটিএন বাংলায় লাইভ ফান্ডরাইজিংয়ে করজে হাসানা পরিশোধ ও মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পুর্ণ করতে সহযোগিতা কামনা করা হয়।)
(বিজ্ঞপ্তি)