1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পাকিস্তানে সাধারণ নির্বাচনে প্রার্থী হলেন এক হিন্দু নারী - DeshBideshNews
November 25, 2024, 7:30 pm
 

পাকিস্তানে সাধারণ নির্বাচনে প্রার্থী হলেন এক হিন্দু নারী

  • Update Time : Tuesday, December 26, 2023
  • 87 Time View
পাকিস্তানে সাধারণ নির্বাচনে প্রার্থী হলেন এক হিন্দু নারী

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে প্রথমবারের মতো এক হিন্দু নারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার নাম সাভেরা প্রকাশ। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলার পিকে-২৫ কেন্দ্র থেকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

টিভি৯-এর খবরে বলা হয়েছে, পেশায় চিকিৎসক সাভেরা প্রকাশ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলার বাসিন্দা। তার বাবা ওম প্রকাশও অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং ৩৫ বছর ধরে পিপিপি-র সক্রিয় একজন সদস্য।

২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন সাভেরা। তিনি বুনের পিপিপি মহিলা শাখার সাধারণ সম্পাদকের পদেও রয়েছেন।

কওমি ওয়াতান পার্টির স্থানীয় রাজনীতিবিদ সেলিম খান বলেছেন, ‘সাভেরা হলেন বুনের থেকে প্রথম নারী, যিনি আসন্ন সাধারণ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি এলাকার দরিদ্রদের জন্য কাজ করার জন্য তার বাবার পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছিলেন।’

নির্বাচনে জয়ী হলে নারীদের অধিকার রক্ষা ও সামগ্রিক উন্নয়নের ওপর বিশেষ জোর দেবেন বলে জানিয়েছেন সাভেরা। তিনি হিন্দু হলেও মুসলিম সম্প্রদায়ের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাভেরার। ফলে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ