দেশ-বিদেশ নিউজ ডেস্ক : অনেক জল ঘোলা হওয়ার পর অবশেষে গতকাল বাংলাদেশ সেন্সর বোর্ড সদস্যরা দেখেছেন বলিউডের আলোচিত ছবি ‘অ্যানিমেল’। রণবির কাপুর অভিনীত ও সন্দীপ ভাঙ্গা রেড্ডি পরিচালিত ছবিটি সেন্সরে জমা পড়ে ৪ ডিসেম্বর। গতকাল সন্ধ্যা ৬টায় ছবির শো হয়। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য ও অভিনেত্রী অরুণা বিশ্বাস।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুঠোফোনে তিনি বলেন, ‘এই মুহূর্তে ছবি দেখছি। এখনই কিছু বলতে পারব না। আমাদের কিছু বলাও নিষেধ আছে।’
‘অ্যানিমেল’ আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের সঙ্গে আছেন পরিচালক অনন্য মামুন। প্রতিনিধি হিসেবে গতকালের সেন্সর শোতে ছিলেন মামুন। শো শেষে তিনি বলেন, ‘বিনা কর্তনে ছাড়পত্র পাচ্ছি, আমাকে তেমনটাই জানানো হয়েছে। আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বৃহস্পতিবারই ছবিটি সারা দেশে মুক্তি পাবে।
এর মধ্যে আমরা ৪৪টি হল কনফার্ম করেছি। আশা করছি আরো কয়েকটি বাড়বে। গতকাল বিকেলে কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু জানিয়েছিলেন, ৩ ঘণ্টা ২১ মিনিট দৈর্ঘ্যের ছবিটি থেকে ২৯ মিনিট বাদ দিয়ে তিনি সেন্সর বোর্ডে জমা দিয়েছেন।