1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সিলেটে স্যার এনামুল ইসলামের প্রকল্পের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসন নিরব... - DeshBideshNews
November 25, 2024, 7:32 am
 

সিলেটে স্যার এনামুল ইসলামের প্রকল্পের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসন নিরব…

  • Update Time : Thursday, April 7, 2022
  • 345 Time View

নিজস্ব প্রতিনিধি : সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজারের পাশে, যুক্তরাজ্য প্রবাসী স্যার এনামুল ইসলামের ব্যক্তিগত ভূমি দখল করে সিএনজি স্টেশন করার অভিযোগ উঠেছে এবং ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও বাজারের স্যার এনামুল ইসলামের বিভিন্ন প্রকল্পের জায়গার পাশে সিএনজি স্টেশন সহ নানা স্থাপনা তৈরি করার পায়তারা করছে একটি কুচক্রী মহল। উক্ত বিষয়টি নিয়ে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

এ বিষয়ে মামলা ও কোর্টের অভিযোগ থেকে জানা যায়- যেহেতু আমাদের নিজ ভূমির সীমানা বাংলাদেশ সড়ক ও জনপদের সাথে থাকায় আমরা প্রথমে অবহিত করি ফেঞ্চুগঞ্জ থানাকে। সাথে সাথে ফলে ফেঞ্চুগঞ্জ উপজেলা ভূমি অফিসকেও এ বিষয়ে জানানো হয়। উপজেলা ভূমি অফিস সড়ক ও জনপদ বিভাগের দারস্থ হলে ১৩/০২/২২ ইং তারিখ ও ১৬/২/২২ ইং তারিখে সড়ক ও জনপদ বিভাগের কাছে অভিযোগ জানানো হয়। যাহার অনুমোদন নং ৬০৮-১৬/২/২২ এবং বিভাগীয় প্রকৌশলী অনুমোদন ৮২-১৭/০২/২২ এবং এস এন অনুমোদন নং ১৯৮ অনুযায়ী সড়ক ও জনপদ বিভাগের একজন সার্ভেয়ার পাঠানো হয় উল্লেখিত স্থানে। সেখানে তারা সরেজমিনে এসে জরিপ করে আমাদের সীমানা নির্ধারণ করে দেন।

জানা যায়- সীমানা নির্ধারণের সময় সি এন জি সমিতির সভাপতি আব্দুল মতিন সহ কিছু লোক এসে বাধা দেন। এমনকি ঐ জায়গায় কিছু পাকা স্থাপনা নির্মানের চেষ্টা চলছে বলে জানা যায়।

এ বিষয়ে স্যার এনামুল ইসলাম জানান- যদি আইনি ব্যবস্থা চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে আমি আইনের দারস্থ হব।

তিনি আরও জানান- এ ব্যাপারে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী উল্লেখিত স্থানে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য মাননীয় আদালত সিদ্বান্ত দিলেও আমার অনুপস্থিতিতে এই জায়গায় জোর পূর্বক দখল এবং সীমানায় কিছু স্থাপনা তৈরি করার পায়তারা করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন- জায়গা কার বা কে প্রকৃত মালিক তা আদালত জানাবেন। কিন্তু এর পুর্বেই আমার সঠিক কাগজপত্র সহ দলিল – ফর্সা এবং খাজনার রসিদ থাকা সত্বেও আমার ভূমি দখলের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্যার এনামুল ইসলামের ব্যক্তিগত জায়গা (মাইজগাঁও) নিজ তফসিল – জেলা সিলেট, উপজেলা ও থানা ফেঞ্চুগঞ্জ, মৌজা- ছত্তিশ, ঔখ নং ৬ বি এস সাফা ৩৭৯ খতিয়ান। এস এ দাগ ২০১৩/২০৫ বি এস দাগ নং ৪০৮০ ও ৪০৮১ দোকান ও রখম চারা মোঃ ৮ শতক।

এতে ২ য় তফসিলে উল্লেখিত – জেলা সিলেট, থানা ফেঞ্চুগঞ্জ, মৌজা – ছত্তিশ লষ নং ৬ এস এ দাগ নং ২০০৫ ও ২০১১ বি এস দাগ নং ৪০২৪ ও ৪০২৩। মালিক বাংলাদেশ সরকারের পক্ষে সড়ক ও জনপদ বিভাগ, সিলেট।

তথ্যসূত্র থেকে জানা যায়- স্যার এনামুল ইসলামের উদ্যোগে মাইজগাঁও এলাকায় ১৫০০ কোটি টাকার কয়েকটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্পের কারণে প্রায় ৩/৪ হাজার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে। কিন্তু এই প্রকল্পের কাজে বিঘ্ন ঘটাতে উল্লেখিত ব্যক্তিরা বিভিন্ন পদ্দ্বতিতে হুমকি ধামকি সহ জায়গা দখলের মাধ্যমে এই প্রকল্পের বাধাগ্রস্ত করার জন্য দীর্ঘ দিন থেকে চেষ্টা চালিয়ে আসছে।

এজন্য স্যার এনামুল ইসলাম এই বিষয়ে দ্রুত সুরাহার মাধ্যমে উন্নয়নমুখী অগ্রগতি যেন বেগবান থাকে সেজন্য আদালত সহ সকলের সহযোগিতা কামনা করেছেনে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ