1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
উরুগুয়ের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা - DeshBideshNews
November 25, 2024, 2:49 pm
 

উরুগুয়ের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

  • Update Time : Wednesday, November 15, 2023
  • 116 Time View
উরুগুয়ের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে অনেকেই লুইস সুয়ারেজের শেষ দেখে ফেলেছিলেন। তবে আবারও ডাক পেলেন এই অভিজ্ঞ ফুটবলার। ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনা ও বলিভিয়া ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন এই তারকা স্ট্রাইকার।

সোমবার (১৩ নভেম্বর) আর্জেন্টিনা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। দলে জায়গা হয়নি আরেক অভিজ্ঞ স্ট্রাইকার এডিনসন কাভানির। তবে পারফরম্যান্সের জন্য নয়, চোট পেয়ে ছিটকে গেছেন এই তারকা।

বাছাই পর্বে সুয়ারেজের সামনে একটি রেকর্ড হাতছানি দিচ্ছে। তার সামনে সুযোগ আছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার। ২৯ গোল নিয়ে এই তালিকায় সাবেক লিভারপুল তারকা আছেন দুইয়ে। ৩১ গোল নিয়ে তার সামনে আছেন কেবল লিওনেল মেসি।

বাছাইয়ের পয়েন্ট তালিকায় ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। সমান পয়েন্টে গোল পার্থক্যে পিছিয়ে তিন ও চারে আছে যথাক্রমে ব্রাজিল ও ভেনেজুয়েলা। সবগুলো ম্যাচ জিতে যথারীতি প্রথম স্থামটি দখল করে রেখেছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় আগামী শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। এরপর আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) তাদের প্রতিপক্ষ বলিভিয়া।

উরুগুয়ে দল
গোলরক্ষক: সার্জিও রোচেট, ফ্রাঙ্কো ইসরায়েল, সান্তিয়াগো মেলে।
ডিফেন্ডার: রোনাল্ড আরাউজো, হোসে মারিয়া গিমেনেজ, ব্রুনো মেন্ডেজ, সেবাস্তিয়ান ক্যাসেরেস, মাতিয়াস ভিনা।
মিডফিল্ডার: গুইলারমো ভারেলা, ম্যাথিয়াস অলিভেরা, ম্যানুয়েল উগার্তে, রদ্রিগো বেন্টানকুর, ফেলিপে কারবালো, নিকোলাস দে লা ক্রুজ, ফেদেরিকো ভালভার্দে, জর্জিয়ান ডি অ্যারাসকায়েটা, অগাস্টিন ক্যানোবিও, ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, ফ্যাকুন্ডো টরেস।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ান অলিভেরা, ডারউইন নুনেজ, ফেদেরিকো ভিনাস, লুইস সুয়ারেজ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ