আন্তর্জাতিক ডেস্ক : করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে চীনের সাংহাই’র বাসিন্দারা সংকটাপন্ন জীবনযাপন করছেন। (খবর এনডিটিভি)
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়- আজ বুধবার (৬ এপ্রিল) লকডাউনের কারণে বন্দি শহরের আড়াই কোটির বেশি মানুষ। স্থানীয়রা খাদ্য সরবরাহ করতে হিমসিম খাচ্ছে। সুপারমার্কেটগুলো বন্ধ, ঘরে ঘরে ডেলিভারির সুবিধাও সীমিত।
চীনের সাংহাই কর্তৃপক্ষ বলছে- করোনা মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ দেখলো শহরটি। যা কমে না আসলে সেখানে বিধিনিষেধ কমানো হবে না।
স্বাস্থ্য কর্তৃপক্ষের কর্মকর্তা উ কিয়ানিউ জানান- করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সময়ের আগে দৌড়াচ্ছে সাংহাই।
চীনেও করোনায় একদিনে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আজ বুধবার (৬ এপ্রিল) দেশটিতে মহামারি শুরুর পর এটি সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।
উল্লেখ্য, ২০১৯ সালে চীনে করোনার প্রথম প্রাদুর্ভাব ঘটে। সে সময়ে দেশটি করোনা নিয়ন্ত্রণে যে শুন্য নীতি ঘোষণা করে তা এখন প্রচন্ড চাপের মুখে পড়ে গেছে।