আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন- ইউক্রেন রাশিয়ার কাছে পরাধীন হতে চায় না। এর ফলে আমরা তাদের হাতে ধ্বংস ও নির্মূল হচ্ছি। আজ রবিবার (৩ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
একজন অনুবাদকের সাহায্যে জেলেনস্কি সিবিএস নিউজকে ইউক্রেনে রাশিয়ান আক্রমণকে পুরো জাতির নির্যাতনের সঙ্গে জড়িত বলে উল্লেখ করেছেন।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ যুদ্ধাপরাধ কিনা এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন- এটা প্রকৃত পক্ষেই যুদ্ধাপরাধ, পুরো জাতি ও জনগণকে নির্মূল। আমরা ইউক্রেনের নাগরিক। আমাদের ১০০ এর বেশি জাতি রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ রবিবার পর্যন্ত টানা ৩৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।