1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
হবিগঞ্জ জেলা স্কুলের ১৪০ বছর পূর্তিতে ছাত্রদের পূর্ণমিলনীর প্রস্তুতি সভা লন্ডনে অনুষ্ঠিত - DeshBideshNews
November 28, 2024, 7:59 am
 

হবিগঞ্জ জেলা স্কুলের ১৪০ বছর পূর্তিতে ছাত্রদের পূর্ণমিলনীর প্রস্তুতি সভা লন্ডনে অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, October 3, 2023
  • 115 Time View
হবিগঞ্জ জেলা স্কুলের ১৪০ বছর পূর্তিতে ছাত্রদের পূর্ণমিলনীর প্রস্তুতি সভা লন্ডনে অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা স্কুলের ১৪০ বছর পূর্তিতে ছাত্রদের পূর্ণমিলনীর প্রস্তুতি সভা লন্ডনে অনুষ্ঠিত

সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : গত ২৮শে সেপ্টেম্বর ২৩ইং বৃহস্পতিবার হবিগন্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৪০বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ঠা সেপ্টেম্বর হবিগন্জের স্কুল প্রাঙ্গনে প্রাক্তন ছাত্রদের পূর্ণমিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ইউকে ও ইউরোপে বসবাসরত প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে একটি শক্তিশালী টীম বহির্বিশ্বে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে নগর বার্মিংহাম, ম্যানচেষ্টারের পর লন্ডনে প্রাক্তন ছাত্রদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্কুলের স্বাধীনতার পুর্ববর্তী ১৯৭০ব্যাচের প্রাক্তন ছাত্র ও কমিউনিটি নেতা এম এ আজিজের সভাপতিত্বে ও স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৯১ ব্যাচের ছাত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মারুফ চৌধুরীর পরিচালনায়।সভায় উপস্থিত ছিলেন ইউকে ও ইউরোপের সমন্বয়ক কমিটির সদস্য সচিব কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ হবিগঞ্জ শহরের সুনাম ধন্য পরিবারের সন্তান বার্মিংহামের গর্ব এম এ মুন্তাকিম।

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ, আমিনুর চৌধুরী বাহার, জুবায়ের আহমেদ, সামসুদ্দিন আহমেদ, বাকী বিল্লাহ জালাল, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, ইফতেখার মালিক রাসেল, সৈয়দ আশফাকুর রহমান ফারহান, দেবাশীষ বনিক দেবু, এ রহমান অলি, মশিউর রহমান জাবেদ, এ কে এম কামরুল হাসান চৌধুরী, খায়ের আহমেদ, পিটার সহ স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দরা।

হবিগঞ্জ জেলা স্কুলের ১৪০ বছর পূর্তিতে ছাত্রদের পূর্ণমিলনীর প্রস্তুতি সভা লন্ডনে অনুষ্ঠিত

ইতিমধ্যে বার্মিংহাম মিডল্যান্ডে সমসেদ বখত চৌধুরী রাখী, নাজমুল আজিজ জুবায়ের, এম এ মুন্তাকিম, জুলফিকার চৌধুরী সুমন, এ বি চৌধুরী অপু, গ্রেটার লন্ডনে জুবায়ের আহমেদ, সামসুদ্দিন আহমেদ, দেওয়ান আব্দুল মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, বাকী বিল্লাহ জালাল, শাহ্ আশফাকুল কবীর, মারুফ চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, এ রহমান অলি, আইয়ুব শেখ সোহেল প্রমুখ কাজ করছেন।

প্রাক্তন ছাত্রদের পূর্ণমিলনী অনুষ্টানকে সফল করার লক্ষ্যে । সবার উপস্থিতি নিশ্চিত করে, কার্যক্রমকে গতিশীল করার জন্য সৈয়দ আতাউর রহমান পান্নুকে আহবায়ক, চৌধূরী মুরতাহিন বিল্লাহ জুয়েলকে যুগ্ম আহবায়ক ও তৈয়বুর রহমান শ্যামলকে সদস্য সচিব করে নর্থওয়ষ্ট রিজিয়ন তথা গ্রেটার ম্যানচেষ্টারের একটি কমিটি গঠন করা হয়, ম্যানচেষ্টারের সভায় সভাপতিত্ব স্কুলের প্রাক্তন ছাত্র দেওয়ান মিজবাহ গাজী, ম্যানচেষ্টার সভা পরিচালনা করেন প্রাক্তন ছাত্র তাছাদ্দোক হোসেন বাহার।

হবিগঞ্জ জেলা স্কুলের ১৪০ বছর পূর্তিতে ছাত্রদের পূর্ণমিলনীর প্রস্তুতি সভা লন্ডনে অনুষ্ঠিত

ম্যানচেষ্টারের প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন নাজমুল আজিজ জুবায়ের, দেওয়ান সৈয়দ ওয়েছউর রেজা, এ বি এম আবুল হায়দার রাজু। ইউরোপে দায়িত্ব পালন করছেন আব্দুল বাছিত চৌধুরী -সুইডেন, মহিবুর রহমান শামীম -বেলজিয়াম, ফেরদৌস করিম আখন্জী -ফ্রান্স, সাইদুর -পর্তুগাল। উল্লেখ্য হবিগন্জের পাশাপাশি ইউকে ও ইউরোপ কমিটি আগামী

১৯শে নভেম্বর ২০২৩ইং রবিবার বার্মিংহামের একটি হলে আন্তর্জাতিক পরিসরে পূর্ণমিলনী অনুষ্ঠান করবে।এতে ইউকে ও ইউরোপের বিপুল সংখ্যাক স্কুলের প্রাক্তন ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে দীর্ঘদিন পর একে অন্যের সাথে মনের ভাব বিনিময় করবেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ