আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় বিদ্যুতের অভাবে সব সড়কবাতি নিভিয়ে দিচ্ছে। আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার এক মন্ত্রী এ কথা জানিয়েছেন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের কবলে পড়েছে দেশটি। বিদ্যুৎ সংকটে পড়ে দেশটির প্রধান শেয়ারবাজারে লেনদেনও বন্ধ হয়ে গেছে। খবর এএফপি ও এনডিটিভির।
শ্রীলঙ্কার বিদ্যুৎমন্ত্রী পবিত্র ওয়ানিয়ারাচ্চি বলেছেন- বিদ্যুৎ সাশ্রয়ে ইতিমধ্যে কর্মকর্তাদের দেশের রাস্তার সব আলো বন্ধ করার নির্দেশ দিয়েছি।’
অর্থনৈতিক সংকটে ডুবতে থাকা শ্রীলঙ্কায় জ্বালানির মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশটির পরিবহন খাত থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন ও বিপণনে। জ্বালানিসংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় শ্রীলঙ্কাজুড়ে গতকাল টানা ১৩ ঘণ্টা বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ছিল। দেশটিতে এর আগে কখনোই এত বেশি সময় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকার ঘটনা ঘটেনি।
শ্রীলঙ্কায় বিদ্যুৎ খাতে একচেটিয়া আধিপত্য থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে- আজ বৃহস্পতিবার থেকে দিনে ১৩ ঘণ্টা দেশজুড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকবে। বিদ্যুৎ উৎপাদন করতে জেনারেটর চালানোর মতো ডিজেল নেই। সরবরাহকারীরা নিরবচ্ছিন্ন সরবরাহের নিশ্চিয়তাও দিতে পারছেন না। তাই প্রতিদিন ১৩ ঘণ্টা বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকবে।