দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দীর্ঘ সাড়ে চার বছর ধরে যাকে পর্দায় নায়কের ভূমিকায় দেখার জন্য অপেক্ষায় ছিল গোটা দুনিয়া, তিনি ফিরলেন ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে। রোমান্টিক কিং শাহরুখ খান ফিরলেন অ্যাকশন অবতারে, জয় করলেন বক্স অফিস। সেই যে রথ ছোটালেন, আর যেন থামছেনই না! এমনকি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতোও কেউ নেই! একাই গড়ছেন রেকর্ডের পাহাড়। এক দিন আগেই ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে সিংহাসন দখলে নিয়েছেন।
নিজেরই চলচ্চিত্র পাঠানকে ঠেলে দুই নম্বরে পাঠিয়েছেন। এবার আন্তর্জাতিক বক্স অফিসে এক হাজার কোটি আয় করে গড়লেন অনন্য এক রেকর্ড। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে পরপর দুটি এক হাজার কোটির রেকর্ড কিং খানের।ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক অনুমান অনুসারে, ‘জওয়ান’ রবিবার বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপির ল্যান্ডমার্ক অতিক্রম করেছে।
মুক্তির ১৮তম দিনে ‘জওয়ান’ সমস্ত ভাষায় ভারতে ১৫ কোটি রুপি আয় করেছে, যার ফলে সিনেমাটির ভারতে মোট আয় ৫৬০.৮৩ কোটি রুপি। আর বিশ্বব্যাপী ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি।
বিনোদন শিল্পের বিশ্লেষক রমেশ বালা এই মাইলফলক অর্জনের জন্য শাহরুখ খানের প্রশংসা করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘শাহরুখ খান প্রথম ভারতীয় চলচ্চিত্র তারকা হবেন যার এক হাজার কোটির ক্লাবে দুটি সিনেমা! তিনি একই বছরে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। এটি এমন একটি কৃতিত্ব, যা দীর্ঘ সময়ের জন্য রেকর্ড বইয়ে থাকবে। দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ।