দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকায় মুশফিকুর রহিমকে কিনে নিয়েছে ফরচুন বরিশাল। ‘এ’ ক্যাটাগরি থেকে প্রথম ডাকেই দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্সকে টপকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটারকে নিজেদের করে নিয়েছে বরিশাল।ড্রাফটে তৃতীয় নম্বরে ডাকের সুযোগ পেয়ে মুশফিকুর রহিমকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল। একই দল তামিম ইকবালকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায়। ড্রাফটে তামিমও উপস্থিত ছিলেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দুপুরে শুরু হয় বিপিএলের ড্রাফট। প্রথম ডাকের সুযোগ পায় চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তারা নেয় রনি তালুকদারকে। এরপর রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স ডাকের সুযোগ পেয়ে নেয় মোহাম্মদ মিঠুনকে। তৃতীয় ডাকে বরিশাল নেয় মুশফিককে।
বরিশাল দল: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টারলিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান জুনিয়র।