1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তামিম-লিটন - DeshBideshNews
November 26, 2024, 12:45 am
 

শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তামিম-লিটন

  • Update Time : Sunday, September 24, 2023
  • 81 Time View
শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তামিম-লিটন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চরম অফফর্মে থাকা লিটন দাস রান পাননি নিউ জিল‌্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ৬ রানে ফেরেন ড্রেসিংরুমে। আউট হয়ে ড্রেসিংরুমের কাছে গিয়ে মেজাজ হারান। নিজের রাগ ঝাড়েন ব‌্যাটের ওপর। দুইবার আঘাত করে ভাঙেন ব‌্যাট। বাইরে ফেলেই ঢুকে যান ভেতরে। লিটন রানে নেই দীর্ঘদিন। সামনে বিশ্বকাপ। অথচ ওপেনিংয়ে এখনো থিতু হতে পারেনি বাংলাদেশ।

নিজেকে সময় দিতে ডানহাতি ব‌্যাটসম‌্যান নিউ জিল‌্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন। শনিবার দলের সঙ্গে রাতে হোটেলে ফিরলেও আজ বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। শুধু লিটন নন, শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন দলে ফেরা তামিম ইকবালও। লম্বা সময় পর ইনজুরি থেকে ফিরে কাল ব‌্যাটিং করেছেন তামিম।

সংবাদ সম্মেলনে এসে নিজেই স্বীকার করেছেন তার শরীরে অস্বস্তি আছে। ব‌্যাটিংয়ে আত্মবিশ্বাস পেলেও জড়তা এখনও আছে। ৪৪ রানে তার ফেরার ইনিংসটি থামে সোধীর বলে উইকেটের পেছনে ক‌্যাচ দিয়ে। বিসিবি সূত্রে জানা গেছে, এই দুই ওপেনারকে ছাড়াই আগামী ২৬ সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

দলে ব‌্যাকআপ ক্রিকেটার রয়েছে। এনামুল হক বিজয়, জাকির হাসান সুযোগ পেতে পারেন। এছাড়া তানজিদ, সৌম‌্যরাও আরেকটি সুযোগ পাবেন বলার অপেক্ষা রাখে না। তৃতীয় ওয়ানডের জন‌্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও দল ঘোষণা করেনি। নতুন কাউকে বিসিবি যুক্ত করলে অবাক হওয়ার কিছু থাকবে না।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ