1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
আমেরিকায় এস কে সিনহা'র ৩ তলা বাড়ি : দুদকে মামলা... - DeshBideshNews
November 25, 2024, 2:30 am
 

আমেরিকায় এস কে সিনহা’র ৩ তলা বাড়ি : দুদকে মামলা…

  • Update Time : Thursday, March 31, 2022
  • 361 Time View

প্রবাস ডেস্ক : বাংলাদেশ থেকে  অর্থ পাচার করে আমেরিকা’র নিউ জার্সি অঙ্গরাজ্যে তিনতলা একটি বাড়ি কেনার অভিযোগ এনে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র (এস কে সিনহা) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহা’কেও আসামি করা হয়েছে। অর্থ পাচার ও বাড়ি কেনায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে অনন্ত কুমারের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ এ মামলা করেন প্রতিষ্ঠানটির উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।

মামলার অভিযোগে বলা হয়- এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে অবৈধভাবে অর্থ উপার্জন করে হুন্ডিসহ বিভিন্ন মাধ্যমে বিদেশে ছোট ভাই অনন্ত কুমার সিনহার কাছে তা পাচার করেছেন। এই অর্থ দিয়ে নিউ জার্সির জ্যাপার স্ট্রিটের বাড়িটি কিনেছেন।

অনন্ত কুমার সিনহা যুক্তরাষ্ট্রে দন্তচিকিৎসক হিসেবে কর্মরত। তিনি যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক থেকে ৩০ বছরের জন্য ১ লাখ ৮৭ হাজার ৫০ মার্কিন ডলার ঋণ নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ডলার দিয়ে সেখানে একটি বাড়ি কেনেন।

অনন্ত কুমার ২০১৮ সালের ১২ জুনে ২ লাখ ৮০ হাজার ডলার নগদ অর্থ পরিশোধ করে আরেকটি বাড়ি কেনেন। অনন্ত কুমার সিনহার নামে নিউ জার্সির প্যাটারসনের ভ্যালি ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে ২০১৮ সালের ৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত মোট ২ লাখ ৫৬ হাজার ৪৬৮ ডলার জমা হয়। এই অর্থ ইন্দোনেশিয়া ও কানাডা হয়ে একটি গ্রুপের মাধ্যমে সেখানে জমা হয়েছে। ওই বাড়িটি কেনার জন্য অনন্ত কুমার ১ লাখ ৫৭ হাজার ৯০ ডলারের নগদ চেক সংগ্রহ করতে বড় ভাই এস কে সিনহাকে নিয়ে ভ্যালি ন্যাশনাল ব্যাংকে আসেন। ওই সময় এস কে সিনহা ব্যাংক কর্তৃপক্ষকে জানান- আমেরিকার প্যাটারসন এলাকায় বাড়ি ক্রয়ের জন্য বন্ধুর কাছ থেকে তিনি ফান্ড পেয়েছেন।

অভিযোগে আরও বলা হয়- প্রকৃতপক্ষে এস কে সিনহা বাংলাদেশে প্রধান বিচারপতি থাকাকালে অবৈধভাবে টাকা অর্জন করে তা হুন্ডিসহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করেন এবং ছোট ভাইয়ের ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর করেন। সে টাকা দিয়েই ১৭৯ জ্যাপার স্ট্রিট, প্যাটারসন নিউ জার্সি ০৭৫২২ তে বাড়ি কেনেন। বাড়িটি ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে হলেও পরোক্ষভাবে এস কে সিনহার বলেও মামলায় উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪(২) ও (৩) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত বছরের ৯ নভেম্বর ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের দায়ে দুদকের এক মামলায় এস কে সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া গত বছরের ৭ অক্টোবর ঢাকার উত্তরায় বেআইনিভাবে প্লট বরাদ্দ নিয়ে সেখানে নয়তলা ভবন করার অভিযোগে এস কে সিনহার বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক।

এস কে সিনহার বিরুদ্ধে মামলার পর আজ বেলা দুইটায় এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দুদকের সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন- সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে পাচার করেন। পরে সেই অর্থ তাঁর ছোট ভাই অনন্ত কুমার সিনহার ব্যাংক হিসাবে স্থানান্তর করেন এবং তা দিয়ে ২ লাখ ৮০ হাজার নগদ প্রদান করে বাড়ি ক্রয় করেন। এই কাজ মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ