দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাকিব আল হাসানরা। ভারতের বিপক্ষে সুপার ফোরের নিজেদের শেষ ম্যাচ খেলেই দেশের উদ্দেশে রওয়ানা দেয় তারা।
দুর্দান্ত কিছু করার আশা নিয়ে এশিয়া কাপ খেলতে যায় বাংলাদেশ। তবে প্রথম ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে শুরু হয় আসর। পরের ম্যাচে আগফানিস্তানের বিপক্ষে বড় জয়ে সুপার ফোর নিশ্চিত করলেও এই অংশের প্রথম দুই ম্যাচেই হেরেছে সাকিব আল হাসানের দল। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস বাড়ানোর জয় পেয়েছে টাইগাররা।
দেশে ফেরার পরও অবশ্য সাকিব আল হাসানের দলের বিশ্রামের সুযোগ নেই। ২১ তারিখেই আবার ঘরের মাঠে সিরিজে মাঠে নেমে পড়তে হবে। নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লাল-সবুজের দল। ক্রিকেটাররা দেশে ফিরলেও দলের সঙ্গে ফিরেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সহ কোচিং ম্যানেজমেন্টের বাকি সদস্যরা। হাথুরুসিংহে রয়ে গেছেন নিজে দেশ শ্রীলঙ্কায়। বাকিরাও নিজ নিজ দেশে। ছুটি কাটিয়ে নিউ জিল্যান্ড সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন তারা।