1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
কোহলি-রাহুলের সেঞ্চুরিতে ভারতের রান ৩৫৬ - DeshBideshNews
November 26, 2024, 4:18 am
 

কোহলি-রাহুলের সেঞ্চুরিতে ভারতের রান ৩৫৬

  • Update Time : Monday, September 11, 2023
  • 85 Time View
কোহলি-রাহুলের সেঞ্চুরিতে ভারতের রান ৩৫৬

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বৃষ্টির আশংকা মাথায় নিয়েই রিজার্ভ ডেতে চলছে ভারত-পাকিস্তানের মহা লড়াই। গতকালের অসমাপ্ত ইনিংস খেলতে নেমে আজ সোমবার রান পাহাড় গড়েছে ভারত। গতকাল রোহিত শর্মা আর শুভমান গিলের দারুণ ওপেনিং জুটির পর আজ জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি এবং টুর্নামেন্টে প্রথমবার খেলতে নামা লোকেশ রাহুল। তাদের দাপটে ৫০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৩৫৬ রান।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ২ উইকেটে ১৪৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। ২৫.৫ ওভার খেলা বাকি ছিল। বৃষ্টির কারণে যথাসময়ে খেলা শুরু হয়নি। ভেজা মাঠ শুকানোর পর দুই অপরাজিত ব্যাটার কোহলি আর রাহুল দেখেশুনে শুরু করেন। সময় গড়ানোর সাথে সাথে দুজনের ব্যাটেই রানের ফুলঝুড়ি ছোটে। ৬০ বলে ফিফটি পূরণ করেন লোকেশ রাহুল। এরপর কোহলি ফিফটি তুলে নেন ৫৫ বলে। ফিফটি করার পর দুজনেই আরও বিধ্বংসী হয়ে ওঠেন।

সেইসঙ্গে যোগ হয় পাকিস্তানি ফিল্ডারদের ব্যর্থতা। দুজনে সেঞ্চুরিও করেছেন কাছাকাছি সময়ে। ঠিক ১০০ বলে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন রাহুল। এর পরপরই শাহিন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে মাত্র ৮৪ বলে ক্যারিয়ারের ৪৭ম সেঞ্চুরি পূরণ করেন বিরাট ‘কিং’ কোহলি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রান তোলে ভারত। বিরাট কোহলি ৯৪ বলে ৯ চার ৩ ছক্কায় ১২২* এবং লোকেশ রাহুল ১০৬ বলে ১২ চার ২ ছক্কায় ১১১* রানে অপরাজিত থাকেন। পাকিস্তানি বোলারদের মাঝে সবচেয়ে খরুচে ছিলেন শাহিন আফ্রিদি। ১০ ওভারে ৭৯ রান দিয়ে নেন ১ উইকেট। অপর উইকেটটি নিয়েছেন শাদাব খান; তিনিও দিয়েছেন ৭১ রান।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ