1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
দাপুটে পারফরম্যান্সে পর শোচনীয় হার টাইগারদের - DeshBideshNews
November 26, 2024, 4:47 am
 

দাপুটে পারফরম্যান্সে পর শোচনীয় হার টাইগারদের

  • Update Time : Wednesday, September 6, 2023
  • 68 Time View
দাপুটে পারফরমেন্সের পর শোচনীয় হার টাইগারদের

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। পরে আফগানদের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ায়, বড় জয়ে নিশ্চিত করে সুপার ফোর। এক ম্যাচে দাপুটে পারফরমেন্সের পর ফের হোঁচট খেল টাইগাররা। পাকিস্তানের কাছে শোচনীয় হার দিয়ে সুপার ফোর শুরু করল সাকিব বাহিনী। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় ৬৩ বল হাতে রেখে। ওপেনার ইমাম উল হক খেলেছেন ৮৪ বলে ৭৮ রানের নান্দনিক এক ইনিংস। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৫টি চার।

ফখর জামান (২০) ও অধিনায়ক বাবর আজম (১৭) সেট হয়ে আউট হলেও মোহাম্মদ রিজওয়ান খেলেছেন বড় ইনিংস। ৭৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে দলকে জিতিছে মাঠ ছাড়েন রিজওয়ান। আঘা সালমান অপরাজিত থাকেন ১২ রানে। বাংলাদেশের পক্ষে একটি করে উেইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। নাঈম শেখ ২০, লিটন দাস ১৬ ও তাওহীদ হৃদয় ২ রান করে সাজঘরে ফিরেন। আফগানদের বিপক্ষে শতক হাঁকানো মেহেদী হাসান মিরাজ আজ রানের খাতাই খুলতে পারেননি।এরপর সাকিব আল হাসান ৫৩ ও মুশফিকুর রহিম ৬৪ রানের ইনিংস খেলে দলের হাল ধরেন। তবে শেষ দিকের ব্যাটিং বিপর্যয়ে ৩৮ দশমিক ৪ ওভারেই ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে ৬ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন হারিস রউফ। নাসিম শাহ পান ৩টি উইকেট।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ