দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এশিয়া কাপে সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করছে বাংলাদেশ। আজ ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
এবারের এশিয়া কাপটাকে ধরা হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের মহড়া হিসেবে। দুই দলেই লেগেছে ইনজুরির ধাক্কা। শ্রীলঙ্কার চার বোলার ছিটকে গেছেন। বাংলাদেশের দুই অভিজ্ঞ ওপেনার তামিম-লিটনসহ খেলা হচ্ছে না পেসার এবাদতের। লঙ্কানদের বিপক্ষে ওপেনিংয়ে তাই দুই তরুণ তানজিদ তামিম ও নাঈম শেখের পরীক্ষা দিতে হবে। এশিয়া কাপের এবারের আসরে প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে ছয়টি দল।
দলগুলো হলো পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তান। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান/এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।