ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অনলাইন সম্মেলনের প্রচার-প্রচারণার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টারিং করার কাজে জড়িত চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সোমবার (২৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) (কনফিডেনশিয়াল) সাইদ নাসিরুল্লাহ।
গ্রেফতারকৃতরা হলেন- রেজওয়ান পারভেজ (২৫), মেহেদী হাসান বিজয় (২২), নূরে আলম মো. সিহাব উদ্দিন (৩১) ও আবু আল জিন্নাতুল (২২)।
জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে- তারা হিযবুত তাহরীরের নীতি, আদর্শ প্রচার করে আসছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংগঠনটির অন্য সদস্যদের গ্রেফতারে কাজ করছে সিটিটিসি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী’র কাছ থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সাংগঠনিক নথি, প্রচারপত্র, পোস্টার ও দুটি সাময়িক পত্রিকা জব্দ করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।