1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
তিন বছর পর অস্কার পেলেন যারা... - DeshBideshNews
November 24, 2024, 7:23 am
 

তিন বছর পর অস্কার পেলেন যারা…

  • Update Time : Monday, March 28, 2022
  • 336 Time View

দেশ বিদেশ রিপোর্ট : যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন একাডেমি অ্যাওয়ার্ডস, অস্কার। তিন বছর পর স্বাভাবিক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ পুরস্কার। আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় হলিউডের ডলবি থিয়েটারে চোখ ধাঁধানো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় পুরস্কার।

যারা পেলেন পুরস্কার :

বেস্ট সাউন্ড ‘ডুন’।

বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ‘দ্য কুইন অব বাস্কেটবল’।

বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘দ্য উইন্ডশিল্ড উইপার’।

বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ‘দ্য লং গুডবাই’।

বেস্ট অরিজিনাল স্কোর ‘ডুন’-এর জন্য হ্যানঝ জিমার।

বেস্ট ফিল্ম এডিটিং ‘ডুন’-এর জন্য জো ওয়াকার।

বেস্ট প্রোডাকশন ডিজাইন ‘ডুন’।

বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল ‘দ্য আইজ অব টেমি ফে’।

পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী আরিয়ানা ডিবোস, ছবি ‘ওয়েস্ট সাইড স্টোরি’।

পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা ট্রয় খটসর, ছবি ‘কোডা’।

বেস্ট সিনেমাটোগ্রাফি ‘ডুন’-এর জন্য গ্রেগ ফ্রাসার।

বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস ‘ডুন’।

বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘এনকান্টো’।

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ‘ড্রাইভ মাই কার’।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ