1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা নিয়ে বিপাকে বাংলাদেশের ছাত্র/ছাত্রীরা - DeshBideshNews
November 24, 2024, 9:03 am
 

যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা নিয়ে বিপাকে বাংলাদেশের ছাত্র/ছাত্রীরা

  • Update Time : Sunday, March 27, 2022
  • 376 Time View

দেশ বিদেশ রিপোর্ট : বাংলাদেশ থেকে প্রতি বছর যে পরিমানে ছাত্র/ছাত্রীরা প্রবাসে শিক্ষার জন্য যান তাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী যুক্তরাজ্যকে বেচে নেন। এর প্রধান কারণ যুক্তরাজ্য অনেকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। কেননা সেখানে পড়ালেখার পাশাপাশি কাজ করে নিজেদের খরচ এবং অতিরিক্ত কিছু উপার্জনের আশা থাকে। সেজন্য প্রতি বছর অনেক শিক্ষার্থী সেখানে যায়। কিন্তু এর বিপরীতে রয়েছে উল্টো চিত্র।

লন্ডনের যেকোনো আন্তর্জাতিক মানের কলেজে বর্তমানে যে পরিমাণ টিউশন ফি রাখা হয় তা পূর্বের চেয়ে অধিক। অনেক শিক্ষার্থী শিক্ষা লাভের জন্য গেলেও পড়ালেখার খরচ যোগাতে বিভিন্ন কাজ করতে হয়। এদের মধ্যে কেউ রেস্টুরেন্টে আবার কেউ কোন শপিং মলে কাজ করে জীবিকা নির্বাহের পাশাপাশি নিজেদের পড়ালেখার খরচ চালিয়ে নিতে চেষ্টা করেন।

এক প্রবাসী জানান- যুক্তরাজ্যে আসার পর টিউশন ফি দিতে গিয়ে অনেক কষ্ট করতে হয়। কেউ কেউ কাজ পেলেও অনেকে পান না। আবার যারা পান তারা লুকিয়ে লুকিয়ে কাজ করতে হয়। আবার অনেকে আছেন বছরের পর বছর কোন কাজ না পেয়ে টিউশন ফি দেওয়া তাদের জন্য কষ্টকর হয়। এর ফলে তাদের পড়ালেখা আর হয়না। কিন্তু যদি এ সকল কলেজ / বিশ্ববিদ্যালয় তাদের নির্ধারিত সেশন ২/৩ বছরের পরিবর্তে আরও বাড়াতো তবেই অনেক শিক্ষার্থী ঝরে পড়ত না।

এ ব্যাপারে অনেক শিক্ষার্থী প্রসঙ্গত জানান- আমরা নিজেদের খরচ বের করতে অনেক হিমশিম খাই। আবার সেশনের সময় শেষ হলে নিজের দেশে ফিরতে হয়। কিন্তু নতুন করে আমাদের আর কোন সুযোগ থাকে না পড়ালেখা চালিয়ে যেতে। অনেকে রয়েছে তারা নিজেদের আড়াল করে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় লুকিয়ে থাকে। এছাড়া কোন উপায় নেই। এই ব্যাপারে একমাত্র উত্তরণের উপায় শিক্ষার্থীদের কাজের সুযোগ দিতে হবে। যাতে তারা তাদের নিজেদের খরচ নিজেরা বের করতে পারে।

এ বিষয়ে অনেক শিক্ষাবিদ মনে করেন- যুক্তরাজ্যে শিক্ষার যেই পরিবেশ রয়েছে তা কাজে লাগানো শিক্ষার্থীদের পক্ষে অনেক ব্যয়বহুল হয়ে পড়ে। এজন্য শিক্ষার্থীদের অর্থ উপার্জনের সুযোগ দেওয়া উচিৎ। প্রতি বছর যে পরিমানে বাংলাদেশ থেকে অর্থ শিক্ষার্থীরা যুক্তরাজ্যের টিউশন ফি হিসেবে নেয় তা তারা পরবর্তীতে আর ইনকাম করতে পারে না৷ এতে দেশের রেমিট্যান্স খ্যাত দুর্বল হয়।

এক পরিসংখ্যানে জানা যায়- প্রতি বছর যুক্তরাজ্যে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অর্থের অভাবে পড়ালেখা থেকে বঞ্চিত হয় এবং পরবর্তীতে বিভিন্ন আইনি জটিলতার শিকার হয়ে দেশে খালি হাতে ফিরতে হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ