সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : ২৩ জুলাই রোববার বার্মিংহাম এডজবাস্টনের বিশাল রিজার্ভারের চার পাড়ে হাজারো মানুষের উপচেপড়া ভীড়। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নৌকা বাইচ কমিটি প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। মেঘলা আকাশ মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃস্টি হচ্ছে। এই বৃস্টিকে অপেক্ষা করে রঙ বেরঙের বাহারী পোশাক পড়ে এডজবাস্টন রিজার্ভারের চার তীরে হাজারো মানুষের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়।
মাঝি- মাল্লারা নৌকা বাইচের সময় সমবেত কণ্ঠে যে সারিগান গায় গ্রাম বাংলার যুবক বৃদ্ধ সকল বয়সের মানুষের খুব প্রিয় গান। তাই সকল প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে মানুষ ছুটে যায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে। প্রমত্তা নদীবক্ষে সংগীতের তাল-লয়ে মাঝি-মাল্লাদের বৈঠার ছন্দময় প্রতিযোগিতায় নদী-জল আন্দোলিত করে যে মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করে তা অতুলনীয়। আবেগ-উত্তেজনার নৌকা বাইচ হয়ে উঠে আপামর মানুষের নির্মল আনন্দের প্রধান খোরাক।বাংলাদেশের প্রায় প্রতি অঞ্চলে প্রতি বছর নৌকা বাইচ হয় , নৌকা বাইচ আমাদের প্রাচীন সাংস্কৃতির অংশ ।
ঐতিহ্যবাহী নৌকা বাইচে অংশ নিতে বৃটেনের বিভিন্ন শহর থেকে নানা সমাজিক সংগঠন ও ক্রীড়া সংগঠন অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনা নিয়ে প্রতি বছর অংশ গ্রহন করে।দিন দিন নৌকা বাইচের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে , নতুন নতুন দল বৃটেনের বিভিন্ন শহর থেকে আসায় নৌকা বাইচ টিম পর্যায়ক্রমে বাছাই পর্ব শেষ করে। আগত নৌকা গুলোর মধ্যে থেকে ১৮ টি দলকে চুরান্ত প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়। থৈ থৈ জলরাশি , মেঘের আড়াল থেকে সূর্যের আলো এসে পড়ে রুপালি ঢেউ তোলা অশান্ত জলের উপর। তখন যে মনোমুগ্ধকর পরিবেশের সৃস্টি করে ,মূহুর্তে মনটা ভরে যায় প্রসন্নতায়। এ এক অনাবিল শান্তির নির্মল পবিত্রতা।
প্রবাসীরা বাঙ্গালী নৌকা বাইচ আর সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থলে ছুটে আসেন নিজেদের শেকডের সন্ধানে । নিজের দেশের কাদা মাটি পানির ঘ্রাণ নিতে , অতীতের স্মৃতিকে জাগিয়ে তোলতে । পুরুষ মহিলা বাচ্চারা সহ সকল বয়সের মানুষ ছুটে আসে এডজবাস্টন রিজার্ভারে প্রতি বছরের ন্যায় নৌকা বাইচ ও বাঙ্গালী সাংস্কৃতিক অনুষ্ঠানে বৃটেন ও বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠ শিল্পীদের মনমাতানো গান আর কৌতুক , মন ভরে উপভোগ করেন নানা বয়সের দর্শকরা। প্রবাসী বাংলাদেশী ছাড়া ভিন্ন দেশের মানুষও অনুষ্ঠান স্থলে এসে খুব আনন্দ উপভোগ করে ।সবাইকে এক সাথে দেখে নানা বয়সের মানুষ , মনে হয় এ যেন এক টুকরো সোনার বাংলাদেশ।
উৎপল্ল-ভাব দর্শকদের মুহ মুহ করতালি আর হর্ষধ্বনির মধ্যে চুরান্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে। ২০২৩ সালের নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ২৩ সালের চ্যাম্পিয়ন হিসাবে নিজেদের গর্বিত করেছেন ভাঁটি বাংলা সুনামগঞ্জের টিম। দ্বিতীয় স্থান অধিকার করে রানার- আপ হয়েছেন শ্যাডওয়েল ড্রাগন আর তৃতীয় স্থান অধিকার করেছেন টিম শাহজালাল। মেয়েদের প্রতিযোগিতায় প্রথম হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছেন রানিং এঞ্জেলস ওয়াটার এঞ্জেলস।