দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো ১৯ জন নিঁখোজ রয়েছেন। স্থানীয় সময় সোমবার সুলাওয়েসি দেশটির দ্বীপের কাছে ফেরিটি ডুবে যায়। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানায়, সোমবার সুলাওয়েসি দ্বীপের কাছে ফেরিটি ডুবে যায়। জাহাজটি দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের রাজধানী কেন্ডারি থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণে মুনা দ্বীপের দিকে যাচ্ছিল। ফেরিতে মোট ৪০ জন যাত্রী ছিল। এই ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়।
ফেরিটি মধ্যরাতে ডুবে যায় এবং ডুবে যাওয়ার কারণও এখনো স্পষ্ট নয়। অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা হাম্মাদ আরাফাহ বলেছেন, ‘সকল নিহতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেঁচে যাওয়াদের এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকারী সংস্থার পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, স্থানীয় একটি হাসপাতালের মেঝেতে মৃতদেহগুলো ঢেকে রাখা হয়েছে। ইন্দোনেশিয়াতে ফেরিগুলো একটি সাধারণ পরিবহণ। বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনাগুলো ঘটে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে।