ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পাঠদান চলাকালে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বর্ধিত সভা করেছে বুড়িশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল সোমবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীঘর এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ে এই সভার কারণে পাঠদান ব্যাহত হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সভার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ হায়দার বলেন- গতকাল বেলা আড়াইটা পর্যন্ত তিনি বিদ্যালয়ে ছিলেন। পরে বিদ্যালয়ের একটি কাজে উপজেলা সদরে চলে যান। বিদ্যালয়ে কোনো সভা হয়েছে কি না জানেন না। তবে বিকেল চারটা পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান করা হয়।
জানা গেছে- গতকাল বেলা আড়াইটায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শুরুর সময় বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলছিল। দশম শ্রেণির একটি কক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কক্ষ থেকে বের করে দিয়েই সেখানে বর্ধিত সভা করে ইউনিয়ন আওয়ামী লীগ।
বর্ধিত সভা উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক শাহ আলম। বুড়িশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছায়েব আলী শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহরম আলীর সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক পার্থ প্রতিম সোম, উপজেলা যুবলীগের সদস্য ও চাপরতলা ইউনিয়নের চেয়ারম্যান মনছুর আলী ভূইয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক সিদ্দিকুর রহমান।
শ্রেণিকক্ষে সভা আয়োজনের অনুমতির বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সদস্য পার্থ প্রতিম সোম ক্ষোভ প্রকাশ করে বলেন- আপনাকে আমি চিনি না, কেন কথা বলব। অনুমতি ও বর্ধিত সভার বিষয়টি আপনি শাহ আলমের (উপজেলা আাওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক) সঙ্গে কথা বলেন। তিনি উদ্বোধক।
উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক শাহ আলম বলেন- অনুমতির বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগ বলতে পারবে। কারণ, বর্ধিত সভা তারা আয়োজন করেছে। তাঁরা অতিথি হিসেবে বিকেল চারটায় উপস্থিত হয়েছেন। বিকেলে সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা মধ্যে সভা শেষ হয়েছে। সভায় আগামী ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত নয়টি ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলে- বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সভার জন্য পাঠদান ব্যাহত হয়েছে। একপর্যায়ে তারা বিদ্যালয় থেকে বাড়িতে চলে যায়।
একাধিকবার চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়ায় বুড়িশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছায়েব আলী শাহ ও সাধারণ সম্পাদক মহরম আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান সাংবাদিকদের বলেছেন- ওই বিদ্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভার বিষয়ে তাঁর কাছ থেকে কেউ কোনো অনুমতি নেয়নি।
সূত্রঃ প্রথম আলো