মো: তালহা, ক্রীড়া সম্পাদক (দেশ-বিদেশ নিউজ) : ২৫তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ আগামী ১২-১৬ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এবং ২৫তম এশিয়ান এএ কংগ্রেস আজ (১১ জুলাই) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই আসরের জাঁকজমকপূর্ণভাবে পর্দা উঠেছে ব্যাংককে। কংগ্রেস ডেলিগেট হিসেবে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু) গত ৯ জুলাই,২০২৩ সকাল ১১টায় ঘটিকায় বিমান বাংলাদেশের একটি এয়ারওয়েজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ত্যাগ করেন।
বাংলাদেশ অ্যাথলেটিকস দলে ০৪ জন ছেলে এবং ০১ জন মেয়ে অংশগ্রহণ করছেন। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের ৬০ মিটার প্রেস্টিজিয়াস ইভেন্টে স্বর্ণজয়ী ও বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান যুক্তরাজ্য থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ১০ জুলাই ব্যাংককে পৌঁছেছেন। ইমরান এশিয়ান অ্যাথলেটিক্সে ইমরান ১০০ মিটার ইভেন্টে স্বর্ণের জন্য লড়বেন।
এই দলের ইমরান ব্যতীত অন্যরা মোঃ রাকিবুল ইসলাম ও মো: জহির রায়হান খেলবেন ২০০মিটার ইভেন্টে ইসমাইল খেলবেন। লংজাম্প ইভেন্টে এবং একমাত্র মেয়ে রিতু আক্তার পারফরম্যান্স দেখাবেন হাইজাম্প ইভেন্টে। রিতু এই ইভেন্টে বাংলাদেশের রেকর্ডধারী অ্যাথলেট। এই দলের টিম অফিসিয়াল হিসেবে অংশগ্রহন করেছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের যুগ্ম-কমিশনার মোহাম্মদ জায়েদুল আলম।
থাইল্যান্ড থেকে ফোন আলাপের মাধ্যমে কংগ্রেস ডেলিগেট ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকির মন্টু জানিয়েছেন, এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণে সকলের চোখ পড়ে আছে বাংলাদেশের দিকে কারণ চলতি বছরের ফেব্রুয়ারিতে কাখস্তানের রাজধানী আস্তানায় এশিয়ান ইনডোরে স্বর্ণজয় বাংলাদেশের। পদকের ধারাবাহিকা ১০০ মিটার ইভেন্টে ইমরানুর রহমান ধরে রাখবেন বলে সবাই আশা করছেন। আব্দুর রকির মন্টু আরো জানিয়েছেন ইমরানের জন্য এশিয়ান কংগ্রেসে বাংলাদেশ সুনাম বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভূয়সী প্রশংসা করেছেন। এবারের আসরেও বাংলাদেশ সাফল্য বয়ে আনবে সেই আশা ব্যক্ত করেছেন।
প্রতিযোগিতা শেষে দলটি আগামী ১৭ ই জুলাই বাংলাদেশ বিমানের একটি এয়ারওয়েজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অবতরণ করবেন প্রতিযোগিরা।