দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট চলাকালে সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছে। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ছয় জন রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সদস্য রয়েছেন। বিজেপি, বাম, কংগ্রেস এবং আইএসএফ-এর একজন করে কর্মী নিহত হয়েছেন। নিহত আরেকজনের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।
নির্বাচন চলাকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ‘বিপুল ব্যর্থতার’ অভিযোগ করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন। এছাড়া রাজ্যের বেশ কয়েকটি অংশে ব্যালট বাক্স ধ্বংস ভাঙচুর করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় রাজ্যের গ্রামীণ এলাকায় ৭৩ হাজার ৮৮৭ আসনে ভোট শুরু হয়েছে। ২২টি জেলা পরিষদের ৯২৮টি আসনে, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতি এবং ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসনের জন্য লড়াই করছেন দুই লাখ ছয় হাজার প্রার্থী।