সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চমৎকার খেলা নৌকা বাইচ। বিপুল উৎসাহ উদ্দীপনায় বার্মিংহামের এডজবাস্টন রিজার্ভারে আগামী ২৩ই জুলাই প্রতি বছরের ন্যায় অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর নিরাপদ পরিবেশে অনুষ্টিত হতে যাচ্ছে ঐতিহ্যেবাহী বাংলাদেশী নৌকা বাইচ।
২০২৩সালের ৫ই জুলাই বার্মিংহামের এডজবাস্টন মিডল্যান্ড সেইলিং ক্লাবে বার্মিংহাম নৌকা বাইচ এর চেয়ারম্যান আব্দুল কুদ্দুস রাজু কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে বার্মিংহামের বিভিন্ন মিডিয়া হাউজে দায়িত্বরত গণমাধ্যম কর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী ২৩ই জুলাই নৌকা বাইচের তারিখ স্থান ও সময় প্রকাশ করেন। তিনি বাঙ্গালী কমিউনিটির সর্বস্তরের মানুষকে নৌকা বাইচে অংশ গ্রহন করে নৌকা বাইচকে প্রতি বছরের ন্যায় সফল করার উদাত্ত আহ্বান জানান। প্রতি বছর বার্মিংহামের এডজবাস্টনে নৌকা বাইচ দেখতে হাজারও মানুষের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। এ বছরও তাঁর ব্যতিক্রম হবে না বলে নৌকা বাইচ কর্তৃপক্ষ আশাবাদী। গ্রাম বাংলা এই ঐতিহ্যকে সংরক্ষণে বাংলাদেশী সর্বস্তরের মানুষের অংশ গ্রহন অনস্বীকার্য।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নৌকা বাইচের অন্যতম ডাইরেক্টর জহুর উদ্দিন একলিম, ছালেহ আহমদ ডাইরেক্টর নৌকা বাইচ, রশির আহমদ এমবিই, জান কিমবার কমডর মিডল্যান্ড সেইলিং ক্লাব। গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নৌকা বাইচ কমিটির চেয়ারম্যান আব্দুল কুদ্দুস রাজু। কমিউনিটি ব্যক্তিদের মধ্যে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ফরহাদ চৌধুরী এম বি ই, কমরেড মসুদ আহমদ, মোহাম্মদ মুনতাকিম, শেখ আব্দুল খালিক, শামীম চৌধুরী, সাহেদ আহমদ, সেলু মিয়া, মোহাম্মদ রমিজ মিয়াসহ প্রমুখ।