1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার নজির গড়েছে - DeshBideshNews
November 24, 2024, 8:44 pm
 

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার নজির গড়েছে

  • Update Time : Sunday, March 20, 2022
  • 297 Time View

নিজস্ব প্রতিনিধি : সরকারি প্রকল্প নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার নজির গড়েছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয়ও প্রাক্কলিত পরিমাণের চেয়ে কম হয়েছে। অবশ্য বিদ্যুৎকেন্দ্রটি সরকারের ১০ অগ্রাধিকার প্রকল্পের তালিকায় ছিল না। ওই তালিকায় থাকা দুই বিদ্যুৎকেন্দ্র রামপাল ও মাতারবাড়ী এখন পর্যন্ত উৎপাদনে আসেনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন- দেশে উৎপাদনে আসা বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রটি সবচেয়ে বড়। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২৪৭ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার কোটি টাকা। ব্যয় হয়েছে ২৩০ কোটি ডলার (প্রায় ১৯ হাজার ৫৫০ কোটি টাকা)।

দেশের ৫০ বছরের ইতিহাসে কম সময়ে এমন বড় অবকাঠামো নির্মাণ করার ঘটনা নেই। বিদ্যুৎ বিভাগের জন্য এটি বড় সাফল্য।

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কর্মকর্তারা বলছেন- এ ধরনের একটি বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সাধারণত ছয় বছর সময় লাগে। তাদের সময় দেওয়া হয়েছিল ৪৮ মাস (চার বছর)। নির্মাণ শেষ হয়েছে এক মাস আগেই।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ