দেশ-বিদেশ নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ কেনিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায় একটি ট্রাক। এতে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। পশ্চিম কেনিয়ার একটি ব্যস্ত স্টেশন এলাকায় গতকাল শুক্রবার রাতে এই ঘটে। দেশটির কেরিচো এবং নাকুরু শহরের মধ্যবর্তী সড়কে দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারি।
আমরা সন্দেহ করছি আরো একজন বা দুজন এখনও ট্রাকের নিচে আটকে থাকতে পারেন।’ এ দুর্ঘটনায় আরো ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানান জিওফ্রে মায়েক। তিনি বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের সংখ্যা আরো বাড়তে পারে। নিহতের সংখ্যা ৪৮ জন নিশ্চিত করেছেন আঞ্চলিক পুলিশ কমান্ডার টম ওডেরা। তিনি বলেন, ভারি বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।
মায়েক বলেন, আমরা ধারণা করছি, কেরিচোর কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি থেমে থাকা লোকাল বাসকে ধাক্কা দেয়। সেখানে বাসস্ট্যান্ডে যাত্রী তুলিছিল বাসটি। এরপর বাস ও ট্রাকটি যাত্রী ও পথচারীদের ওপর উঠে যায়। কেনিয়া রেড ক্রস জানিয়েছে, ট্রাকটি ছয়টিরও বেশি যানবাহনকে ধাক্কা দেয় এবং পথচারীদের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোর পোস্ট করা ভিডিওতে বেশ কয়েকটি ছিন্নভিন্ন যানবাহন দেখা গেছে।
কেরিচোর গভর্নর এরিক মুতাই ফেসবুকে বলেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। কেরিচোর মানুষের জন্য এটা ছিল এক ভয়ানক মুহূর্ত। এ দুর্ঘটনায় যারা স্বজন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এক টুইট বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সববেদনা জানিয়েছেন।