দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন রক্ষণশীল রাজনীতিক পেত্তেরি অরপো। গতকাল চারদলীয় জোটের প্রধান হিসেবে তাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থী দল ফিনস পার্টিও তাঁকে সমর্থন দিয়েছে। গত এপ্রিলের নির্বাচনে জয় পাওয়ার পর থেকে জোট গড়ার চেষ্টা করছেন অরপো।
পার্লামেন্টে তাঁকে সমর্থন দেন ১০৭ জন এমপি। ৮১ জন বিরোধিতা করেন এবং ১১ জন অনুপস্থিত ছিলেন। গতকাল তাঁকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কথা প্রেসিডেন্ট সাউলি নিসিস্তোর। গত এপ্রিলের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী সানা মেরিনের দল সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টিকে হারিয়ে জয় পায় অরপোর ন্যাশনাল কোয়ালিশন পার্টি (এনসিপি)।