দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাশিয়ায় একটি বারুদ তৈরির কারখানায় মঙ্গলবার বিস্ফোরণে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাম্বভে অবস্থিত বারুদ কারখানাটি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ঠিকাদারদের একটি সমাবেশের কাজ চলাকালীন বিস্ফোরণটি ঘটে।
রাশিয়ান সংবাদ সংস্থা কারখানার একটি বিবৃতি উদ্ধৃত করে বলেছে, বিস্ফোরণে ‘১২ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে চারজন মারা গেছে’। নিহতদের বেশির ভাগই ঠিকাদারের কর্মচারী বলেও উল্লেখ করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ বলেছে, তারা বিস্ফোরণের পেছনের কারণ অনুসন্ধান করছে। এ ছাড়া বড় ধরনের অপরাধের তদন্ত করা কমিটি জানিয়েছে, তারাও নিরাপত্তা বিধি লঙ্ঘনের তদন্ত শুরু করেছে।
এদিকে বিস্ফোরণটি ‘সন্ত্রাসী হামলা’ নয় বলে জানিয়েছেন তাম্বভের গভর্নর ম্যাক্সিম ইয়েগোরভ। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে মস্কো উচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং রাশিয়ার ভূখণ্ডের গভীরে স্থাপনাগুলোতে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে। ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে রাশিয়ায় সামরিক কারখানাগুলোও পুরোদমে চলছে।