1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
শান্তর ব্যাটিং দেখলে মনে হয় খেলাটা খুব সহজ: মুমিনুল - DeshBideshNews
November 25, 2024, 8:49 pm
 

শান্তর ব্যাটিং দেখলে মনে হয় খেলাটা খুব সহজ: মুমিনুল

  • Update Time : Friday, June 16, 2023
  • 87 Time View
শান্তর ব্যাটিং দেখলে মনে হয় খেলাটা খুব সহজ: মুমিনুল

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম। খারাপ সময় কাটিয়ে কী অসাধারণ ফর্মে আছেন এই তরুণ! তিন ফরম্যাটেই তার ব্যাট সমানভাবে হেসে উঠছে। চলমান ঢাকা টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। যে কীর্তি এত দিন শুধু মুমিনুল হকের ছিল। নন-স্ট্রাইকে দাঁড়িয়ে নিজের রেকর্ড ছোঁয়া শান্তকে দেখে মুগ্ধ বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল।

আজ শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে মুমিনুল নিজেও সেঞ্চুরি করেছেন। দুই বছরের বেশি সময় পর তার ব্যাটে এলো ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি। দিনশেষে তিনিই এলেন সংবাদ সম্মেলনে। শান্তর ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মুমিনুল বলেন, ‘শান্তর ব্যাটিং দেখলে মনে হয় যে খেলাটা খুব সহজ। সব দিক দিয়েই খেলে। দেখলে আমারও মনে হয় যে ওইভাবে খেলি।

তবে আমি যে টাইপের ব্যাটসম্যান, ওভাবে খেলা সহজ না। ওর খেলা খুব ভালো লাগে, সুন্দর লাগে।’ বাংলাদেশের আরেক তারকা তথা এই টেস্টের অধিনায়ক লিটন কুমার দাসও দারুণ ফর্মে আছেন। শান্তর প্রশংসা করতে গিয়ে লিটনকেও টানলেন মুমিনুল, ‘শান্ত-লিটন দুজনের খেলাই খুব ভালো লাগে। শান্তর একটা বিষয় হলো, সে খারাপ বলটা ছাড়ে না। খারাপ বলকে বাউন্ডারিতে পাঠায়। আর শান্ত যেভাবে খেলছে, সেটা আউটস্ট্যান্ডিং। বিশেষ করে এই কন্ডিশনে, যে গরম, তার মধ্যে দুই ইনিংসে এক শ করাটা খুব বড় অর্জন বলেই আমি মনে করি।’

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ