1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ভারতের মণিপুরে ফের সংঘর্ষে নিহত ৯ - DeshBideshNews
November 27, 2024, 1:01 pm
 

ভারতের মণিপুরে ফের সংঘর্ষে নিহত ৯

  • Update Time : Wednesday, June 14, 2023
  • 83 Time View
ভারতের মণিপুরে ফের সংঘর্ষে নিহত ৯

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : উত্তেজনা থামছেই না মণিপুরে। ফের মণিপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এর জেরে স্থানীয় সময় আজ মঙ্গলবার ৯ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা ঘুরে এসেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও জানান পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে।

কিন্তু বাস্তবের চিত্র অন্য রকম। মণিপুরে মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে লড়াই অব্যাহত।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী ইম্ফলের কাছে কাংপোকপি এবং পূর্ব ইম্ফল সীমানায় গত ২৪ ঘণ্টায় তীব্র লড়াই হয়েছে। এ ঘটনায় নারীসহ ৯ জন নিহত হন।

ইম্ফলের হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। তাদের সবার শরীরেই গভীর ক্ষতের দাগ আছে। ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসন অবশ্য সাম্প্রতিক লড়াই নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। কোন গোষ্ঠীর মানুষ নিহত হয়েছেন, সেটা এখনো স্পষ্ট নয়। এদিকে গত মাসে সংঘর্ষ শুরু হওয়ার পর বিপুল পরিমাণ মানুষ ঘর ছেড়েছিলেন। অনেকের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। প্রায় ৩০ হাজার উদ্বাস্তু এখনো প্রতিবেশী রাজ্যগুলোতে আশ্রয়শিবিরে দিন কাটাচ্ছেন।

মণিপুরে সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের সঙ্গে সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের সংঘর্ষ চলছে। মেইতেই উপজাতির মর্যাদা চায়। কিন্তু কুকি তা চায় না। এ নিয়েই সংঘাতের সূত্রপাত। দুই গোষ্ঠীর সংঘর্ষে এখন পর্যন্ত ১০০ মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে বহু। মণিপুরের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে কারফিউ জারি রাখা হয়েছে। ইন্টারনেট বন্ধ। চলছে সেনা টহল। তবুও লড়াই বন্ধ হচ্ছে না।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ