দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সৌদি আরবের ক্লাব আল-হিলালের বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা নিজেই জানিয়েছেন যে, তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যাচ্ছেন। মেসিকে দলে ভেড়াতে না পেরে আল-হিলাল এবার ব্রাজিলীয় তারকা নেইমারের পেছনে ছুটছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মেসিকে না পেয়ে নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করছে আল-হিলাল।
নেইমারের ঘনিষ্ঠজনদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে এরই মধ্যে ক্লাবটির কর্মকর্তারা প্যারিসে পৌঁছেছেন বলেই খবর। নেইমার পিএসজি ছাড়তে চান। অন্যদিকে, আল-হিলাল বড় অঙ্কের বেতনের প্রস্তাব দেওয়ার জন্য তৈরি।
জানা গিয়েছিল, মেসিকে ৬০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল আল-হিলাল।
তবে নেইমারকে অবশ্য এতো বড় প্রস্তাব দেবে না তারা। বছরে ২০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হতে পারে। মেসি ফ্রি এজেন্ট হলেও পিএসজির সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। তাই নেইমারকে দলে ভেড়াতে হলে আল-হিলালকে গুনতে হবে ট্রান্সফার ফিও।
পিএসজির সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি আল-হিলালের। তবে সিবিএস স্পোর্টস বলছে, ট্রান্সফার ফি হিসেবে ৪ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে রাজি আছে সৌদি ক্লাবটি।