1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
কসোভোয় সংঘর্ষে ন্যাটো ফোর্সের ২৫ সদস্য আহত - DeshBideshNews
November 27, 2024, 4:56 pm
 

কসোভোয় সংঘর্ষে ন্যাটো ফোর্সের ২৫ সদস্য আহত

  • Update Time : Tuesday, May 30, 2023
  • 82 Time View
কসোভোয় সংঘর্ষে ন্যাটো ফোর্সের ২৫ সদস্য আহত

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সার্ব অধ্যুষিত অঞ্চলে আলবেনিয়ান গোষ্ঠীর মেয়র নির্বাচিত হওয়ায় সংঘর্ষ শুরু হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে সার্বরা। বিক্ষোভের মোকাবিলা করতে সোমবার পথে নামে ন্যাটোর শান্তি বাহিনী বা কেফোর। কেফোর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, একাধিক দেশ থেকে আসা তাদের ফোর্সের অন্তত ২৫ জন অফিসার আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। গ্রেনেডও মারা হয় বলে অভিযোগ। প্রত্যাঘাত করে সার্ব বিক্ষোভকারীরাও।

তাতেই বেশ কিছু অফিসার আহত হয়েছেন। ইতালি এবং হাঙ্গেরির সেনাদের বেছে বেছে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে কসোভোর একটি স্থানীয় সংবাদপত্র লিখেছে, সার্ব অধ্যুষিত অঞ্চলের একটি হাসপাতালে অন্তত ৫০ জন ভর্তি আছে। সকলেই কম বেশি আহত।তবে একজনের অবস্থা গুরুতর। তার শরীরে বুলেটের আঘাত আছে। কসোভা আলবেনীয় ও কসোভো সার্ব মেয়েরা একসঙ্গে ফুটবল খেলছে সার্বরা মেয়র নির্বাচন বয়কট করেছিল। তা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সার্ব অধ্যুষিত অঞ্চলেও আলবেনিয়ান মেয়রেরা নির্বাচিত হয়। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে সার্বরা।

ইটালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার দেশের সেনাদের লক্ষ্য করে এভাবে আক্রমণ করা হলে তা আর মেনে নেওয়া হবে না। অন্যদিকে কসোভোয় যেভাবে নির্বাচন হয়েছে, তারও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, সংঘর্ষ থামাতে সমস্ত পক্ষেরই এক পা করে নিজেদের অবস্থান থেকে পিছিয়ে যাওয়া উচিত। ইটালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১১ জন ইটালির সেনা আহত হয়েছেন। তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে সকলেই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। মৃত্যুর আশঙ্কা নেই।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ