দেশ-বিদেশ নিউজ ডেস্ক : জাপানের মধ্যাঞ্চলে ছুরিকাঘাত ও বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম থেকে এ খবর পাওয়া গেছে। জানা গেছে, ছদ্মবেশে থাকা এক ব্যক্তি এক নারীকে ছুরিকাঘাত করেছেন। তারপর ওই ব্যক্তি নাগানো প্রিফেকচারের নাকানো শহরে একটি শিকারের রাইফেল ব্যবহার করেছেন। এতে দুই পুলিশ সদস্য নিহত এবং অপর একজন আহত হয়েছেন। জাপানি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত হামলাকারী একটি ভবনের ভেতরে লুকিয়ে আছেন।
জাপানি বার্তা সংস্থা কিয়োডোর মতে, পুলিশ স্থানীয় সময় আনুমানিক বিকেল ৪টা ২৫ মিনিটে একটি ফোন পায়, যেখানে জানানো হয় যে একজন পুরুষ একজন নারীকে ধাওয়া করেছিলেন এবং তারপর ছুরিকাঘাত করেছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি করার অভিযোগ রয়েছে।
তিনি নাকানো সিটি অ্যাসেম্বলি স্পিকারের বাসভবন বলে ধারণা করা একটি ভবনের ভেতরে নিজেকে আটকে রেখেছিলেন বলে জানা গেছে।
গত বছরের জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যা করা সত্ত্বেও জাপানে বন্দুক সহিংসতা অত্যন্ত বিরল। আবে জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী ছিলেন এবং তার মৃত্যু এমন একটি দেশকে গভীরভাবে মর্মাহত করেছে, যেখানে হ্যান্ডগান নিষিদ্ধ এবং রাজনৈতিক সহিংসতার ঘটনা প্রায় শোনাই যায় না।
২০১৪ সালে যুক্তরাষ্ট্রে ৩৩ হাজার ৫৯৯টি ঘটনার তুলনায় জাপানে বন্দুক হামলায় মৃত্যুর ঘটনা মাত্র ছয়টি। দেশটিতে বন্দুক কেনার জন্য মানুষকে কঠোর পরীক্ষা এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। তবে শুধু শটগান এবং এয়ার রাইফেলের অনুমোদন রয়েছে।