দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সপ্তাহ কয়েকের বিরতির পর সোমবার নতুন করে সহিংসতা ছড়াল ভারতের মণিপুর রাজ্যে। রাজধানী ইম্ফলের চেকন অঞ্চলে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধায় সেনা এবং আধা সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। নতুন করে জারি করা হয়েছ কারফিউ। পুলিশ সূত্রে জানা গেছে, চেকন বাজারে মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর কয়েকজনের ঝগড়া থেকে অশান্তির সূত্রপাত।
প্রথমে হাতাহাতি হয় দুই পক্ষের। তার পরই লাঠি এবং অন্যান্য অস্ত্র নিয়ে শুরু হয় সংঘর্ষ। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বাজারের বেশ কিছু দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী রাজ্যে ক্যাম্প স্থাপন করেছে, নিয়মিত টহল পরিচালনা করছে এবং বেসামরিকদের সাহায্য করছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং উভয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। গত ৩ মে আদিবাসী ছাত্র সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুরের (এটিএসইউএম) কর্মসূচিকে ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল মণিপুরে। আদি বাসিন্দা মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি, জোসহ কয়েকটি আদিবাসী সম্প্রদায়ের সংঘর্ষের জেরে সে রাজ্যে সরকারি হিসেবে ৭৩ জনের মৃত্যু হয়েছে।
গুরুতর আহতের সংখ্যা প্রায় ৩০০। জাতিগত সহিংসতার জেরে ঘরছাড়া হয়েছেন ২৫ হাজারেরও বেশি মানুষ। প্রসঙ্গত, সম্প্রতি মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি আদিবাসীর মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিলেন। এর পরই আদিবাসী সংগঠনগুলো তার বিরোধিতায় পথে নামে। আর সেই ঘটনা থেকেই সংঘাতের সূচনা হয় উত্তর-পূর্বাঞ্চলের বিজেপিশাসিত ওই রাজ্যে।