1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
শেষ ম্যাচে গোল করে লিভারপুলকে বাঁচালেন ফিরমিনো - DeshBideshNews
November 25, 2024, 5:52 pm
 

শেষ ম্যাচে গোল করে লিভারপুলকে বাঁচালেন ফিরমিনো

  • Update Time : Sunday, May 21, 2023
  • 84 Time View
শেষ ম্যাচে গোল করে লিভারপুলকে বাঁচালেন ফিরমিনো

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মৌসুম শেষেই হয়ে যাবেন ফ্রি এজেন্ট। অর্থ্যাৎ, লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ। নতুন চুক্তিও হয়নি। ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোর লিভারপুলের জার্সি গায়ে অ্যানফিল্ডে এটাই ছিল শেষ ম্যাচ। সেই শেষ ম্যাচেই শেষ মুহূর্তে গোল করে দলকে রক্ষা করলেন ফিরমিনো। ঘরের মাঠ অ্যানফিল্ডে ফিরমিনোর শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছে অ্যাস্টন ভিলার সঙ্গে। সে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার ক্ষীণ সম্ভাবনাও টিকিয়ে রেখেছে অল রেডরা। ৩৭ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম নম্বরে রয়েছে লিভারপুল। মৌসুমের বাকি আর এক ম্যাচ। অন্যদিকে সমান ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট করে নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে নিউক্যাসল ইউনাইটেড এবং ম্যানচেস্টার ইউনাইটেড।

শেষ দুই ম্যাচ যদি ম্যানইউ হেরে যায় এবং শেষ ম্যাচে লিভারপুল জিতে যায়, তাহলে দুই দলের পয়েন্ট হবে সমান এবং গোল ব্যবধানে এগিয়ে যাবে লিভারপুল। তেমনটা হলে সেরা চারে থেকে লিগ শেষ করতে পারবে অলরেডরা। আর সেরা চারে থাকতে পারা মানেই আগামী চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ পাওয়া। ৫ম স্থানে থেকে গেলে লিভারপুলকে খেলতে হবে ইউরোপা লিগে। ম্যাচের ২৭তম মিনিটেই জ্যাকব রামসির গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। ১-০ লিড নিয়ে নেয় অ্যাস্টন ভিলা। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে এসে, ৮৯তম মিনিটে মোহাম্মদ সালাহর পাস থেকে বল পেয়েই অ্যাস্টন ভিলার জালে জড়িয়ে দেন রবার্তো ফিরমিনো।

অ্যানফিল্ডে ফিরমিনোর শেষ ম্যাচ নিয়ে কোচ ইয়ুর্গেন ক্লুপ বলেন, ‘সত্যিই ইমোশনাল একটি বিষয়। এই দিনটা অবশ্যই আমাদের জন্য খুব একটি সহজ দিন ছিল না (ফিরমিনোর শেষ ম্যাচ হিসেবে)। ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা শান্ত থেকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে দিয়েছিলাম। যে কারণে আমরা গোল আদায় করতে সক্ষম হই।’

ম্যাচ শুরুর আগ মুহূর্তে ফিরমিনো যখন মাঠে নামছিলেন, তখন লিভারপুলের অন্য খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে তাকে বিদায় সম্ভাষণ জানান। তাকে দেন গার্ড অব অনার। লিভারপুলের জার্সি গায়ে আরও একটি ম্যাচ খেলবেন ফিরমিনো। তবে ওই ম্যাচটি খেলতে হবে অ্যাওয়েতে গিয়ে। অর্থ্যাৎ, আগামী ২৮ মে সাউদাম্পটনের মাঠে অল রেডদের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলে ফেলবেন ব্রাজিলিয়ান এই তারকা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ