দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এগরা-১ ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল এলাকায় মঙ্গলবার দুপুরে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় তৃণমূল নেতার বাড়িতেই এই বিস্ফোরণ ঘটেছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। এই ঘটনায় ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, এই এলাকার বিভিন্ন বাড়িতে বেআইনিভাবে বাজি বানানো হতো। বিস্ফোরণে রাস্তায় মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের পর একটি বাড়ি পুরোপুরি পুড়ে যায়। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ দে আনন্দবাজারকে বলেছেন, ওড়িশা সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে একটি বাড়িতে বিস্ফোরণ হয়। সেখানে বাজি তৈরির কাজ চলছিল তখন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে রাখে। স্থানীয় মানুষ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করে। তাদের অভিযোগ, এখানে বেআইনিভাবে বাজি বানানো হতো। অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডিকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। বিজেপিও এই ঘটনার তদন্ত চেয়েছে।